ছাগলনাইয়া সরকারি কলেজ
প্রতিষ্ঠাকাল - ১৯৭২ খ্রিঃ


  • ইতিহাস
  • দক্ষিণ- পূর্ব বাংলার অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান QvMjbvBqv সরকারী কলেজ প্রতিষ্ঠার গোড়াপত্তন হয় 1972 সালে QvMjbvBqv miKvwi K‡j‡Ri bvg D”Pvi‡bi mv‡_ mv‡_ Avgv‡`i wbKU cÖwZfvZ nq QvMjbvBqv K‡jR mwgwZi K_v&| mgq 1969 wLª. †dbx gnKzgvq †dbx K‡jR Qvov Avi †Kvb D”PZi wkÿv cÖwZôvb wQ‡jvbv| অথচ ‡dbxi পূর্বাঞ্চলেi সন্তা b চট্টগ্রাম বিভাগের প্রথম MÖvRy‡qU, whwb শিক্ষার জন্য নিজের wPˇK wewj‡q  দিয়েছিলেন| ফেনীর পূর্বাঞ্চলে লক্ষাধিক জন অধ্যুষিত ব্যাপক এলাকাq একটি কলেজ স্থাপনের অপরিহার্যতা উপলব্ধি করে অত্র অঞ্চলের কেন্দ্রভূমি ছাগলনাইয়া থানা কেন্দ্রে একটি কলেজ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় | কফিল উদ্দিন আহমেদ I KwZcq ZiæY  G e¨cv‡I cÖv_wgK Av‡jvPbvi myÎcvZ K‡ib| 1969 wLªóv‡ã B`yj AvRnvi c‡ii w`b A_©vr 1jv gvP Aciv‡ý ছাগলনাইয়া হাই স্কুল মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়সভায় জনাব     ‡R এম খলিলুল্লাহ, বার-U-jÕ ‡K পৃষ্ঠপোষক K‡i নিম্নে উল্লেখিত সদস্যগণের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়

    1| জনাব m এইচ চৌধুরী, সার্কেল অফিসার (উন্নয়ন)

    2| জনাব সলিমুল্লাহ চৌধুরী বি এস সি.  চেয়ারম্যান, ছাগলনাইয়া ইউনিয়ন

    3| জনাব এম কাদের, সহ-সভাপতি, ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়

    4| জনাব আব্দুল হাই, বিএ.  সাধারণ সম্পাদক, ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়

    5| জনাব  কফিল উদ্দিন আহমদএম .  সাংগঠনিক সম্পাদক, ছাগলনাইয়া বালিকা বিদ্যালয়

     এই কমিটির আহব্বানে ২৭ শে মার্চ অপরাহ্নে 3.00 ঘটিকায় ছাগলনাইয়া হাই স্কুলে প্রাঙ্গনে সুধী  সমাবেশ জনসভা অনুষ্ঠিত হয় | ১৯৬৯ সালের এপ্রিল ১০ ঘটিকার সময় ছাগলনাইয়া হাইস্কুলে এতদঅঞ্চলের  বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, wkÿvbyivMx, সচ্ছল ব্যক্তি, সরকারি কর্মকর্তা তরুণ সমাজের আরেকটি সভা অনুষ্ঠিত হয়  | সভায় ব্যারিস্টার  খলিলুল্লাহ  এত অঞ্চলের গ্রামীণ নিম্ন মধ্যবিত্তমধ্যবিত্ত সাধারণ মেধা সম্পন্ন ছাত্রদের জন্য av আবাসিক সুশৃংখল পরিকল্পিত পাবলিক স্কুল ধরনের কলেজ প্রতিষ্ঠার গুরুত্ব আরোপ করেন|  Z`v‡_© এই এলাকার সার্বিক শিক্ষার পরিবেশ উন্নত Ki‡b লাইব্রেরী, পাঠাগার, প্রকাশনা চিË বিনোদনের কেন্দ্র নির্মাণ, গরিব ছাত্রদের ÷vB‡cÛ স্কলারশিপ প্রদান  এবং শিক্ষার খরচ প্রদানের কর্মসূচি নিয়ে ছাগলনাইয়া কলেজ সমিতি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং বাস্তব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দায়িত্ব অর্পণ করা হয়| 1860 সনের সমিতির রেজিস্ট্রেশন আইi ধারা ২১ মতে    পি  ১৯৬৮-৬৯ নম্বরে এই সমিতি নিবন্ধিত হয় |

    ১৯৬৯ সালের ১৬ই এপ্রিল তারিখে ছাগলনাইয়ার Zদানীন্তন সার্কেল অফিসার এন এইচ চৌধুরীকে সভাপতি ছাগলনাইয়া হাই স্কুলের তদানীন্তন প্রধান শিক্ষক .কে শামসুল হুদা কে সেক্রেটারি করে একটি কমিটি গঠন করা হয় সমিতি উহার কর্মসূচির মধ্যে প্রথম প্রধানত ছাগলনাইয়া কলেজ প্রতিষ্ঠা পরিচালনার কাজ হাতে নিয়ে অগ্রযাত্রা শুরু করে | এতউদ্দেশ্যে স্থানীয় জনসাধারণ এর নিকট থেকে জমি সংMÖ‡ni উদ্যোগ গ্রহণ করে স্থানীয় জমিদvi বাড়িতে K‡jR স্থাপনের প্রাথমিক প্রচেষ্টায় স্থান লাভে ব্যর্থ হওয়ায় এবং জনাব শামসুল হুদা ছালেbvBqv হাই স্কুল থেকে চলে যাওয়াi কিছুদিন পর হেডমাস্টার জালাল উদ্দিন আহমদ সাহেবকে সম্পাদক করে নতুন কমিটির গঠন করা হয়| উক্ত কমিটির mg‡q সমিতি একটি ` পুনর্মিলনী অনুষ্ঠান করে| অতঃপর জনাব সলিমুল্লাহ চৌধুরীকে সেক্রেটারি করে কমিটি পুনর্গঠন করা হয়| এই কমিটি কলেজের জন্য জমি কিছু অর্থ সংগ্রহ করে নির্ধারিত স্থানে তদানীন্তন মহকুমা  প্রশাসক জনাব বেলাল G Lvb, wm.Gm.wm মহোদয় কে দিয়ে আনুষ্ঠানিকভাবে কলেজের পুকুর খনন স্থান fiv‡Ui কাজ শুরু করা হয়| কিছুদূর এগিয়ে যাওয়ার ci দেশে ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামের সময় কলেজ প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়| পাকা কলেজ ভবন নির্মাণের জন্য সংগৃহীত বেশ কিছু মালামাল nvনাদার বাহিনী তাদের প্রয়োজনে ব্যবহার করে ফেলে|

    ১৯৭২ সালে পুনরায় কলেজ প্রতিষ্ঠার কাজ শুরু হয়| cwiewZ©Z পরিস্থিতিতে †dbxi রাজনৈতিক প্রধান খাজা আহমেদ ‡K সভাপতি, জনাব সলিমুল্লাহ চৌধুরীকে সম্পাদক, ¯’vbxq wiwjd কমিটির চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্যদের কে নিয়ে একটি বড় আকারের কলেজ সাংগঠনিক কমিটি গঠন করা হয়উক্ত কমিটির cÖ‡Póvq ছাগলনাইয়া হাই স্কুলে ১৯৭২ সালের ১৪ই আগস্ট তারিখে কলেজের প্রথম শিক্ষা বর্ষ শুরু হয়| iƒp হলেও বাস্তব সত্য যে ইতিমধ্যে স্থানীয় একটি প্রতিপত্তিশালী মহল wba©vwiZ ¯’v‡b কলেজ স্থাপনে অহেতুক, অবাঞ্ছিত বিতর্কের সূত্রপাত করে| স্থানীয় জনসাধারণের মধ্যে আঞ্চলিক বিবেa সৃষ্টি করে; যার পরিণতিতে ছাগলনাইয়া কলেজের যাবতীয় সম্পদ  লুণ্ঠিত হয়,  শিক্ষক ছাত্ররা বিচ্ছিন্ন হইয়া পড়ে| এলাকায় চরম উত্তেজনা বিরাR করে| কলেজ সাংগঠনিক কমিটি wØavwef³ n‡q পড়ে| কলেজের অগ্রযাত্রা সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় অধ্যক্ষ সাহেবের প্রস্তাবে নিম্নলিখিত ব্যক্তিদের গভর্নিং বডি গঠিত হয়|

     1| এস.ডি.ফেনী, চেয়ারম্যান

    2| G জে এম খলিলুল্লাহ, সদস্য

    3| লুৎফুল Kwei, সদস্য

    4| হাজী আহসানুল্লাহ, †Kvlva¨ÿ

    5| Aa¨ÿ, †m‡µUvwi|

    প্রসঙ্গক্রমে বলতে হয় যে  ইতিমধ্যে প্রথম অধ্যক্ষ জনাব এম নুরুদ্দিন চৌধুরী কোন হিসাবপত্র বুঝিয়ে না দিয়ে অজ্ঞাতসারে সরে পড়েন| বেশ কয়েকজন শিক্ষকও চলে যাq| মাত্র এক মাসের অভিজ্ঞ একজন শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করে কলেজের কাR চালাতে হয়| কয়েকজন শিক্ষক কর্মচারী নিয়োগ করে কলেজ চালু রাখা শিক্ষার পরিবেশ  ফিরিয়ে আনা হয়| উক্ত এড হক কমিটি কলেজের প্রয়োজন মেটাতে যথেষ্ট ছিল না বলে AÎ K‡jR সমিতি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থা হতে কলেজকে উদ্ধার করার মাb‡m এগিয়ে আসে এবং K‡jR পরিচালনা সার্বিক দায়িত্ব গ্রহণ করে|

    সমিতি নগদে মাত্র .3 UvKv ব্যাংকে ২৮৫.26 টাকা সম্বল করে অপরদিকে কলেজের বেতন eve` 6000 টাকা দেনাi `vq কাঁধে তুলে কলেজ প্রতিষ্ঠা পরিচালনার বিরাট দুটি SzwKuপূর্ণ দায়িত্ব গ্রহণ করে| কমিটি কলেজেi গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরি শিক্ষাDcকরণের ব্যবস্থা করে এবং আরো প্রয়োজনীয় জমি খরি` করে| c~‡e© D‡jøwLZ cyKzi Lbb Kiv nq|  eû evavwecwË m‡Z¡I GB সময়ের মধ্যে মানবিক বাণিজ্য বিভাগ নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কলেজ Zvi iƒcjvf K‡i| 30‡k A‡±vei 1977 wLª. ch©šÍ K‡j‡Ri mKj wb‡qvM I `vq `vwqZ¡ GB mwgwZ myPviæiƒ‡c cvjb K‡i|

    দ্বৈতপরিচালনাi সুবিধাi দিকসমূহ বিবেচনা করে এবং বেসরকারিভাবে পাবলিক স্কুল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বিপুল e¨qfvi বহন করা KwVb weavq এবং সরকারি পৃষ্ঠপোষকতার প্রত্যাশায় ১৯৭৭ wLª÷v‡ã Kzwgjøv wkÿv‡ev‡W©i  নিয়ম মোতাবেক কলেজ পরিচালনার ভার সরাসরি ¯^xq wbqš¿Y  ভূমিকার পরিবর্তে c‡ivÿ এবং অভিভাবকের ভূকাতে সমিতির কার্যকলাপ mxwgZ করাi সিদ্ধান্ত MÖnY করে| 28/07/1977 wLªóvã  তারিখেi mfvq mমিতির মনোনীত ব্যক্তিivB প্রত্যক্ষ c‡ivÿfv‡e কাজ পরিচালনা করে আসছেন| ১৯৭৭ সালে পরের দৃশ্যত সমিতির কাজ সীমিত হয়ে পড়লেও কলেজের সার্বিক উন্নতি বিকাশের জন্য সমিতি প্রত্যক্ষ পরোক্ষ সহায়তা নিরলস রয়েছে| কলেজের প্রয়োজনের তাগিদে অধ্যক্ষের অনুরোধে আরো কিছু জমি খরি` করতে হয়| hvi d‡j ফেনী জেলার শীর্ষস্থানীয় বেসরকারি কলেজ হিসাবে সর্ব ¯^xK…Z ছাগলনাইয়া K‡j‡R এই সমিতির  i‡q‡Q অনন্য অবদান|

    1986 mv‡j RvZxqKi‡Yi gva¨‡g QvMjbvBqv K‡jR, QvMjbvBqv  miKvwi K‡jR wn‡m‡e AvZ¥cÖKvk K‡i|

     

  • কপিরাইট © 2024 ছাগলনাইয়া সরকারি কলেজ সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি